কোপা দেল রে শিরোপা গত ৯ বছর ধরে এক হতাশার নাম হয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য। অবশেষে শিরোপা জয়ের অপেক্ষা শেষ হলো তাদের। গত ৬ মে সেভিয়ায় কোপা দেল রের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই এসেছে ব্রাজিলিয়ান রদ্রিগোর পা থেকে। গত ৯ বছরে প্রথম ও সব মিলিয়ে এই টুর্নামেন্টে রিয়ালের ২০তম শিরোপা এটি। আগেরবারও ২০১৪ সালে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রে জিতিয়েছিলেন কার্লো আনচেলত্তিই।