দুই ম্যাচ হাতে রেখে আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছিল বাবর আজমের পাকিস্তান। গত ৫ মে করাচিতে চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যাবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০তে এগিয়ে গেল পাকিস্তান। সেই সাথে অস্ট্রেলিয়া ও ভারতকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠলো পাকিস্তান। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। হ্যাটট্রিক জয়ে ১১২ রেটিং নিয়ে তিন নম্বরে উঠে আসে তারা। টানা চার জয়ে ১১৩ রেটিং নিয়ে শীর্ষে বাবর আজমের পাকিস্তান। র্যাঙ্কিংয়ে দুই ও তিনে অবনমন হওয়া অস্টেলিয়া ও ভারতের রেটিংও ১১৩। মূলত নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে পাকিস্তান।
২০০৫ সালে আইসিসি র্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম শীর্ষে উঠল পাকিস্তান। এর আগে ২০০৭ সালে সর্বোচ্চ তিনে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। চতুর্থ ওয়ানডেতে ৫ মে জয়ের মূল কারিগরদের একজন অধিনায়ক বাবর নিজেই। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার বাবর সেঞ্চুরি করেন। তার মাইলফলকময় ইনিংসে ভর করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে করে ৩৩৪ রান। জবাবে সফরকারী নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৩২ রানেই।