এ মৌসুমে আর্লিং হালান্ডের ৫০তম গোলের ম্যাচে ফুলহামকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ম্যানচেস্টার সিটি। গত ৩০ এপ্রিল প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় ম্যান সিটি। তৃতীয় মিনিটেই হুলিয়ান আলভারেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। আর স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে হালান্ড। এই মৌসুমে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের এটি ৫০তম গোল। ১৯৩১ সালে অ্যাস্টিন ভিলার জার্সিতে প্রথমবারের এই মাইলফলক ছুঁয়েছিলেন টম ‘পোঙ্গো’ ওয়ারিং।
প্রিমিয়ার লিগেও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন হালান্ড। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এতদিন ছিল অ্যান্ডি কোলের। ১৯৯৩-৯৪ মৌসুমে ৩৪ গোল করেছিলেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার। পরের বছর ব্ল্যাকবার্নের হয়ে একই কীর্তিতে নাম লিখিয়েছিলেন ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার।