ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। প্রায় ছয় বছর ধরে ইসিবির ভিন্ন ভিন্ন কয়েকটি পদে কাজ করেছেন তিনি। এবার সেসব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসিবির এই পরিচালক। আগামী মাসে ইসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন ৪৬ বছর বয়সী সাবেক বাঁহাতি এই ওপেনিং ব্যাটার। স্ট্রস জানিয়েছেন, ‘ইসিবির সঙ্গে সময়টা খুব উপভোগ করেছি এবং ইংল্যান্ড দলের সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত। এই সংগঠনের বাইরে দায়িত্ব বাড়তে থাকায়, আমি বর্তমান এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
২০১৫ সালের বিশ্বকাপের পর বোর্ডের ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন স্ট্রস। ক্যান্সার আক্রান্ত স্ত্রী রুথ স্ট্রসের পাশে থাকার জন্য ২০১৮ সালের অক্টোবরে তিনি ওই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পুনরায় ২০২০ সালের সেপ্টেম্বরে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে ইসিবিতে যোগ দেন ‘স্যার’ উপাধি পাওয়া স্ট্রস। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেন স্ট্রস। কিন্তু ক্রমাগত নিজের দায়িত্ব বাড়তে থাকায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন স্ট্রস।