সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিযোগী বেশি হয়, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান–আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ‘বিশ্ব ধরিত্রী’ দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ২৪ এপ্রিল খ. ২২ এপ্রিল গ. ২১ এপ্রিল ঘ. ২০ এপ্রিল
উত্তর: খ. ২২ এপ্রিল।
২. পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?
ক. মীর আয়েশা কবির খ. আমিরা হক গ. আয়েশা মালিক ঘ. আমেনা মালিক
উত্তর: গ. আয়েশা মালিক।
৩. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারার অবস্থান কোন দ্বীপে?
ক. লম্বক খ. বালি গ. জাভা ঘ. বোর্নিও
উত্তর: ঘ. বোর্নিও।
৪. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. লোহা খ. কার্পাস গ. কাগজ ঘ. বিমান
উত্তর: গ. কাগজ।
৫. ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক. কায়রো খ. সিউল গ. আম্মান ঘ. তেহরান
উত্তর: ক. কায়রো।
৬. বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি-
ক. পেরু খ. আর্জেন্টিনা গ. ব্রাজিল ঘ. ইতালি
উত্তর: গ. ব্রাজিল।
৭. সুয়েজ খাল কোন সালে চালু করা হয়?
ক. ১৯০৩ সালে খ. ১৮৮৯ সালে গ. ১৮৫৪ সালে ঘ. ১৮৬৯ সালে
উত্তর: ঘ. ১৮৬৯ সালে।
৮. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
ক. পিয়ংইয়ং খ. লাসা গ. কাবুল ঘ. উলানবাটোর
উত্তর: খ. লাসা।
৯. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক. ৫৪৩ খ. ৫৪৫ গ. ৪১৫ ঘ. ৫৪০
উত্তর: ক. ৫৪৩।
১০. কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু রয়েছে?
ক. নেপাল খ. ভারত গ. যুক্তরাজ্য ঘ. মিসর
উত্তর: গ. যুক্তরাজ্য।