ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির আবেদন ১০ মে থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) এর নির্দিষ্ট ধাপ অনুসরণ করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির একাধিক সদস্য এ তথ্য জানান।
ভর্তি কমিটির সূত্র জানায়, এ বছর পরীক্ষায় লিখিত কোনো অংশ থাকছে না। শুধু ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। সুত্র আরো জানায়, এ বছর মোট আটটি অনুষদের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিট, কলা, সামজিক বিজ্ঞান ও আইন অনুষদ ‘বি’ ইউনিট, ব্যবসায় প্রশাসন অনুষদ ‘সি’ ইউনিট এবং ধর্মতত্ব অনুষদ ও আরবি বিভাগ ‘ডি’ ইউনিটের অধীনে থাকবে। ৪টি ইউনিটে যথাক্রমে ৮৫০, ১০৫০, ৬০০ ও ৫০০ টাকা ফি নিধার্রণ করা হয়েছে।