সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ খ. আবুল ফজল
গ. আবুল মনসুর আহমদ ঘ. শহীদুল্লা কায়সার
উত্তর: ক. সৈয়দ ওয়ালীউল্লাহ।
২.‘ সংশপ্তক’ কার রচনা?
ক. মুনীর চৌধুরী খ. শওকত ওসমান
গ. জহির রায়হান ঘ. শহীদুল্লা কায়সার
উত্তর: ঘ. শহীদুল্লা কায়সার।
৩. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
ক. অগ্নিকোণ খ. মরুশিখা
গ. রাঙা জবা ঘ. মরুসূর্য
উত্তর: গ. রাঙা জবা।
৪. জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়?
ক. ফরিদপুর জেলা খ. বরিশাল জেলা
গ. ঢাকা জেলা ঘ. খুলনা জেলা
উত্তর: খ. বরিশাল জেলা।
৫. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান খ. আল মাহমুদ
গ. হুমায়ুন আজাদ ঘ. হুমায়ুন আহমেদ
উত্তর: খ. আল মাহমুদ।
৬. কোনটি ঐতিহাসিক নাটক?
ক. শর্মিষ্ঠা খ. রাজসিংহ
গ. রক্তাক্ত প্রান্তর ঘ. পলাশীর যুদ্ধ
উত্তর: গ. রক্তাক্ত প্রান্তর।
৭. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. প্রমথ চৌধুরী
গ. দীনবন্ধু মিত্র ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তর: ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৮. ‘রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক. চরিত্রহীন খ. গৃহদাহ
গ. কৃষ্ণকান্তের উইল ঘ. সংশপ্তক
উত্তর: গ. কৃষ্ণকান্তের উইল।
৯. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক. জগৎ মোহিনী খ. বসন্তকুমারী
গ. আয়না ঘ. মোহনী প্রেমপাস
উত্তর: খ. বসন্তকুমারী।
১০. রূপসী বাংলা’র কবি-
ক. জসীমউদ্দীন খ. জীবনানন্দ দাশ
গ. কালিদাস রায় ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: খ. জীবনানন্দ দাশ।