টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সমাধিসৌধে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ গত ৮ এপ্রিল সকালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিসৌধের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি পরিদর্শন বইতে মন্তব্যসহ স্বাক্ষর করেন। এসময় উপাচার্যের সাথে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।