ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন দাস। আজ রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় লিটন দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত যাচ্ছেন। এদিকে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে লিটনের জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান তো শেষ পর্যন্ত যাননি আইপিএলে। তারও খেলার কথা ছিল কলকাতাতেই। আইপিএল খেলতে বিসিবি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে আগামী ৪ মে পর্যন্ত। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ আছে। সে ম্যাচগুলো খেলতে হবে লিটনকে।