সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ বাংলা সাহিত্য’ থেকে ৮টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?

ক. অরুণ মিত্র               খ. সমরেশ বসু

গ. সমরেশ মজুমদার     ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর: ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়।

২. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

ক. ১৮৬৫ সালে    খ. ১৮৬০ সালে

গ. ১৮৬৭ সালে     ঘ. ১৮৬১ সালে

উত্তর: ক. ১৮৬৫ সালে।

৩. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?

ক.  এস. ওয়াজেদ আলী    খ. আবুল হাশেম

গ. আবুল মনসুর আহমদ  ঘ. আবুল হুসেন

উত্তর: গ. আবুল মনসুর আহমদ।

৪. মহাকবি আলাওল রচিত কাব্য-

ক. চন্দ্রাবতী    খ. লাইলী মজনু

গ. পদ্মাবতী     ঘ. মধুমালতী

উত্তর: গ. পদ্মাবতী।

৫. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

ক. পদাবলী           খ. চর্যাপদ

গ. গীতগোবিন্দ     ঘ. চৈতন্যজীবনী

উত্তর: খ. চর্যাপদ।

৬. চারণকবি হিসেবে বিখ্যাত কে?

ক. আলাওল          খ. মুকুন্দদাস

গ. চন্দ্রাবতী    ঘ. মুক্তারাম চক্রবর্তী

উত্তর: খ. মুকুন্দদাস।

৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র-

ক. বিনোদিনী       খ. হৈমন্তী

গ. চারুলতা    ঘ. আশালতা

উত্তর: গ. চারুলতা।

৮. বাংলা সাহিত্যে ‘কালকুট’ নামে পরিচিত কোন লেখক?

ক. সমরেশ বসু       খ. সমরেশ মজুমদার

গ. শওকত ওসমান    ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তর: ক. সমরেশ বসু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে