কাতার বিশ্বকাপের পর ক্লাবের খেলায় ব্যস্ত সময় কাটিয়েছেন ফুটবলাররা। প্রায় তিন মাস পর আবারও তারা দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন। চলতি মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচ রয়েছে। ২৪ মার্চ পানামার বিরুদ্ধে খেলবে তারা। পরবর্তী ম্যাচ ২৮ মার্চ। প্রতিপক্ষ কিরাসাও। দেশের মাটিতে অনুষ্ঠেয় দু’টি ম্যাচই মেসির খেলার কথা রয়েছে। প্রীতি ম্যাচ খেলতে তারা ইতোমধ্যেই আর্জেন্টিনায় গেছেন।
ইউরো কাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবে রোনালদোর পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ জানান, আরও একবার জাতীয় দলের হয়ে রোনালদো খেলতে নামবেন। তার সঙ্গে কথা বলেই তাকে ইউরো কাপের দলে রেখেছেন পর্তুগিজ কোচ। ২৪ মার্চ লিচেনস্টেইনের বিপক্ষে খেলবে পর্তুগাল। তিনদিন পরই লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল।