সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোডের ক্যাম্পাস অডিটোরিয়ামে আজ সোমবার (২০ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৫ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ১০ জনকে শ্রেষ্ঠ প্রতিযোগি হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের সার্টিফিকেট, ক্রেস্ট ও চকলেট দিয়ে পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্ষুদে চিত্রাঙ্কন প্রতিযোগিদের উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আবুল বাশার, প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো: আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম ও রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। আলোচনা অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা হয়।