সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও গুরুত্ব সহকারে নিতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়বলী’ থেকে ৬টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বর্তমানে বাংলাদেশে পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) কতটি?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
উত্তর: খ. ৫টি।
২. জাতীয় কৃষি কাউন্সিল গঠন করা হয় কবে?
ক. ২৬ আগস্ট ২০২২ খ. ২৮ আগস্ট ২০২২
গ. ৩১ আগস্ট ২০২২ ঘ. ২৫ আগস্ট ২০২২
উত্তর: গ. ৩১ আগস্ট ২০২২।
৩. জেলা পরিষদ (সংশোধন) বিল,২০২২ পাস হয় কবে?
ক. ৬ এপ্রিল ২০২২ খ. ৮ আগস্ট ২০২২
গ. ১১ এপ্রিল ২০২২ ঘ. ১০ এপ্রিল ২০২২
উত্তর: ক. ৬ এপ্রিল ২০২২।
৪. বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়?
ক. ৩০ এপ্রিল ২০২২ খ. ৫ মে ২০২২
গ. ২ এপ্রিল ২০২২ ঘ. ২৭ এপ্রিল ২০২২
উত্তর: ঘ. ২৭ এপ্রিল ২০২২।
৫. বাংলাদেশে মোট পৌরসভা কতটি?
ক. ৩২৮টি খ. ৩২৯টি
গ. ৩৩০টি ঘ. ৩৩১টি
উত্তর: গ. ৩৩০টি।
৬. বাংলাদেশ কততম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে?
ক. ১০৯তম খ. ১১১তম
গ. ১১৬তম ঘ. ১১৪তম
উত্তর: গ. ১১৬তম।