জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম খালেদা জিয়া হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শারমীন সুলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে রহিমা কানিজ বলেন, ‘বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহমিনা আক্তারকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শারমীন সুলতানাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই হলের প্রভোস্ট নিয়োগ করা হলো। ’