সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও গুরুত্ব সহকারে নিতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়বলী’ থেকে ৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায়-প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে এ ঘোষণা দেন?
ক. ২২মার্চ ২০২২ খ. ২১মার্চ ২০২২
গ. ২৮ মার্চ ২০২২ ঘ. ২৫মার্চ ২০২২
উত্তর: খ. ২১মার্চ ২০২২।
২. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
ক. ১৩২০ মেগাওয়াট খ. ১৬২৮ মেগাওয়াট
গ. ১৪২০ মেগাওয়াট ঘ. ১৫২৫ মেগাওয়াট
উত্তর: ক. ১৩২০ মেগাওয়াট।
৩. মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক কবে থেকে প্রদান করা হয়?
ক. ২০২০ সালে খ. ২০২১ সালে
গ. ২০১৮ সালে ঘ. ২০২২ সালে
উত্তর: গ. ২০১৮ সালে।
৪. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্য সাহা ঘ. জীবনানন্দ দাস
উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. ব্র্যাক-এর প্রতিষ্ঠা সাল কবে?
ক. ২৪ মার্চ ১৯৭২ খ. ২৬ মার্চ ১৯৭২
গ. ২৭ মার্চ ১৯৭২ ঘ. ২১ মার্চ ১৯৭২
উত্তর: ঘ. ২১ মার্চ ১৯৭২।