২৭ বছর বয়সী আফগানিস্তানের ছাত্রী মুরাদি ভারতের বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের (ভিএনএসজিইউ) লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় সম্প্রতি স্বর্ণপদক পেয়েছেন।
গত ৬ মার্চ মুরাদির হাতে স্বর্ণপদক তুলে দেন গুজরাটের গভর্নর আচার্য দেবব্রত। ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের একটি বৃত্তি পান মুরাদি। এই বৃত্তি নিয়েই তিনি ভিএনএসজিইউতে লোকপ্রশাসন বিষয়ে স্নাতকোত্তর পড়তে আসেন।
মুরাদি এখন একই বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসনে পিএইচডি করছেন।