আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় ক্রিশ্চিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদো অনুসারীর সংখ্যা এখন ৫৫ কোটি। গত কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
যুক্তরাষ্ট্রের যত জনসংখ্যা, তার চেয়েও বেশি লোক ঢুঁ মারেন পর্তুগিজ তারকার প্রোফাইলে।
ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যার নিরিখে রোনালদোর পরেই রয়েছেন লিওনেল মেসি। তার অনুসারীর সংখ্যা ৪৩ কোটি ২০ লাখ। রোনালদো ও মেসির পরই ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ভক্ত রয়েছেন গায়িকা সেলেনা গোমেজের।