সোনারগাঁও ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী মো: ইমরান হোসেন সম্প্রতি অনলাইনে স্থাপত্য প্রকল্প প্রতিযোগিতা “VOID”-এ লেভেল-১ টার্ম-৩ থেকে অংশ নিয়ে তার ক্লাসের প্রকল্প ব্যবহার করে দ্বিতীয় রানার আপ হয়েছে।
প্রতিযোগিতাটি ছিল তরুণ ডিজাইনারদের মধ্যে, যারা তাদের প্রথম বছরের একাডেমিক স্টুডিও প্রকল্পগুলির সাথে তাদের প্রতিভা এবং সৃজনশীলতা প্রকাশ একটি প্ল্যাটফর্মে দেখানোর সুযোগ পেয়েছে।
প্রতিযোগিতায় মো: ইমরান হোসেনের এই অর্জন সোনারগাঁও ইউনিভার্সিটির জন্য গর্বের বিষয়। স্থাপত্য প্রকল্পে ইমরানের পুরষ্কার পাওয়া আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীদের উচ্চমানসম্মত শিক্ষা এবং প্রশিক্ষণ দেয়ার কথাই প্রমাণ করে।
এ সাফল্যে মো: ইমরান হোসেন এবং তার স্টুডিও গাইড এসইউ’র আর্কিটেকচার বিভাগের প্রভাষক সাদাফ সুমাইয়া খান তাহিতিকে শুভেচ্ছা ও অভিনন্দন।