বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে (বিইউপি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদন করার শেষ তারিখ : ১৫ মার্চ ২০২৩।

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ : ১৮ মার্চ ২০২৩।

প্রবেশপত্র ডাউনলোড : ২১ মার্চ ২০২৩ থেকে।

ভর্তি পরীক্ষার তারিখ : ২৪ ও ২৫ মার্চ ২০২৩।

আবেদন ফি : ১০০০ টাকা।

আবেদন করার ঠিকানা : www.admission.bup.edu.bd

ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তি পরীক্ষার্থীরা ৪টি স্থান থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। স্থানগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, বগুরা এবং খুলনা। নিম্নে বর্ণিত সময় ও তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

অনুষদ আসন সংখ্যা লিখিত পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষার সময়
বিজনেস স্টাডিজ অনুষদ ৫০০ ২৫ মার্চ ২০২৩ দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ৩৫০ ২৪ মার্চ ২০২৩ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত
সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ ২৫০ ২৪ মার্চ ২০২৩ দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ১৫০ ২৫ মার্চ ২০২৩ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত

 

ইউনিট পরিচিতি

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাস এ মোট ৪টি ইউনিট রয়েছে। নিম্নে এ ৪টি ইউনিটের নাম, বিষয়সমূহ, ভর্তির যোগ্যতা এবং মানবন্টন নিয়ে আলোচনা করবো-

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS) : যেসব শিক্ষার্থীরা ২০২১ অথবা ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীরাই এ ইউনিট এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ হলো:

বিজ্ঞান: মোট জিপিএ  ৯.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫)

ব্যবসায় শিক্ষা: মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪)

মানবিক: মোট জিপিএ ৮ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪)

বিষয়সমূহ : ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি, ইকোনমিকস, ইংলিশ, পাবলিক এডমিনিস্টেশন, সোশ্যিয়লোজি

মানবন্টন

বাংলা ২০
ইংরেজী ৪০
সাধারণ জ্ঞান ৪০
মোট ১০০

*প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।

বিজনেস স্টাডিজ অনুষদ (FBS) : যেসব শিক্ষার্থীরা ২০২১ কিংবা ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীরাই এ ইউনিট এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ হলো-

বিজ্ঞান: মোট জিপিএ  ৯ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.২৫)

ব্যবসায় শিক্ষা: মোট জিপিএ ৮.৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)

মানবিক: মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪)

বিষয়সমূহ : বিবিএ- সাধারণ, ফিন্যান্স, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ম্যানেজমেন্ট

মানবন্টন

ম্যাথ ৩৫
ইংলিশ ৩৫
সাধারণ জ্ঞান ৩০
মোট ১০০

 

*প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST) : যেসব শিক্ষার্থীরা ২০২১ কিংবা ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীরাই এ ইউনিট এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য জিপিএ ৯.২৫ লাগবে।

বিজ্ঞান: মোট জিপিএ  ৯.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫০)

বিষয়সমূহ : ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স।

মানবন্টন

ম্যাথ/বায়োলজি ২৫
ফিজিক্স ২০
কেমিস্ট্রি ২০
ইংলিশ ১৫
মোট ৮০

*প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।

সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS) : যেসব শিক্ষার্থীরা ২০২০ কিংবা ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীরাই এ ইউনিট এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ হলো-

বিজ্ঞান: মোট জিপিএ  ৮.৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪)

ব্যবসায় শিক্ষা: মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)

মানবিক: মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)

বিষয়সমূহ : ইন্টারন্যাশনাল রিলেশনস, ল (আইন), মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম।

মানবন্টন

বাংলা ২০
ইংলিশ ৪০
সাধারণ জ্ঞান ৪০
মোট ১০০

*প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

https://admission.bup.edu.bd/Upload/Notices/Admission-Advertisement-2022-2023.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে