ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের বয়স ৪০ পেরিয়েছে, সামনের জুলাইয়ে তিনি পা দেবেন ৪১-এ। এই বয়সেও পেস বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন। আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে পেছনে ফেলে এক নম্বর বোলার হয়েছেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডে সম্প্রতি শেষ হওয়া টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন ইংল্যান্ডের ডানহাতি পেসার অ্যান্ডারসন।
৪০ বছর ২০৭ দিন বয়সে ৮৬৬ পয়েন্ট নিয়ে অ্যান্ডারসন টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে। র্যাংকিংয়ে ২য় স্থানে থাকা ভারতের টেস্ট বোলার আশ্বিনের রেটিং পয়েন্ট ৮৬৪। ১৯৩৬ সালে অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্লেরি গ্রিমেটের পর সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে র্যাংকিংয়ের শীর্ষস্থান উঠলেন অ্যান্ডারসন।
ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন অ্যান্ডারসন। ২০০৩ সালের মে মাসে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর প্রথমবারের মতো শীর্ষ বোলার হয়েছিলেন অ্যান্ডারসন।
এখন পর্যন্ত ১৭৮ টেস্টে ৬৮২ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। সর্বকালের সেরাদের তালিকায় তিন নম্বরে অ্যান্ডারসন। টেস্টে অ্যান্ডারসনের চেয়ে বেশি উইকেট আছে কেবল মুত্তিয়াহ মুরালিধরন (৮০০) আর শেন ওয়ার্নের (৭০৮)। তবে পেসার হিসেবে উইকেট শিকারে অ্যান্ডারসনই এক নম্বরে।