নাগপুরে বোর্ডার-গাভস্কার ট্রফির প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজার হাতেই উঠেছিল ম্যাচসেরার পুরস্কার।

এবার দ্বিতীয় টেস্টেও স্পিন জাদু দেখালেন তিনি। শুধু তা-ই নয়, নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটা নতুন করে লিখলেন।

তৃতীয় দিনের সকাল থেকেই দিল্লির উইকেটে বড় বড় ‘ক্র্যাক’ দেখা যাচ্ছিল। সেই ফাঁদে পড়ে রীতিমত বিধ্বস্ত অস্ট্রেলিয়া। বিশেষ করে সুইপ করতে গিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটাররা আরও বিপদ ডেকে আনে। ১ উইকেটে ৬১ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১১৩ রানেই। সেটাও দিনের প্রথম সেশনেই। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে লাঞ্চের আগপর্যন্ত ১ উইকেটে ১৪ রান করেছে ভারত।

তৃতীয় দিনের শুরুতে জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ানরা। ৪২ রান দিয়ে একাই ৭ উইকেট নেন জাদেজা। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নেয়ায় ছিল জাদেজার ক্যারিয়ারের সেরা বোলিং।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে