সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিযোগী বেশি হয়, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান–আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১০৬টি
খ. ১১০টি
গ. ১০৪টি
ঘ. ১০৮টি
উত্তর : ঘ. ১০৮টি।
২. ‘বিশ্ব খাদ্য দিবস’ পালন করা হয় কোন তারিখে?
ক. ১৮ অক্টোবর
খ. ১৬ সেপ্টেম্বর
গ. ১৬ জুলাই
ঘ. ১৬ অক্টোবর
উত্তর : ঘ. ১৬ অক্টোবর।
৩. ২০২২ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?
ক. ১২০ তম
খ. ১৩৭ তম
গ. ১২৫ তম
ঘ. ১৩০ তম
উত্তর : খ. ১৩৭ তম।
৪. ২০২২ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?
ক. ৬৮ তম
খ. ৮০ তম
গ. ৭৫ তম
ঘ. ৮৫ তম
উত্তর : খ. ৮০ তম।
৫. শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকা কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার ২০২২ লাভ করেন?
ক. টোম্ব অব স্যান্ড
খ. দ্য প্রমিজ
গ. দ্য সেভেন মুনস অব মালি আলমিদা
ঘ. শুগি বেইন
উত্তর : গ. দ্য সেভেন মুনস অব মালি আলমিদা।
৬. ২০২২ সালের আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. ডেনমার্ক
খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড
ঘ. যুক্তরাজ্য
উত্তর : ক. ডেনমার্ক।
৭. মাথাপিছু আয়ে বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
ক. কঙ্গো প্রজাতন্ত্র
খ. মালাবি
গ. বুরুন্ডি
ঘ. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
উত্তর : গ. বুরুন্ডি।
৮. বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
ক. ৭০৯৭টি
খ. ৭১১৭টি
গ. ৭১৪১টি
ঘ. ৭১৫১টি
উত্তর : ঘ. ৭১৫১টি।
৯. ‘ওপেক প্লাস’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. অস্ট্রিয়া
খ. ইরাক
গ. রাশিয়া
ঘ. ইরান
উত্তর : ক. অস্ট্রিয়া।
১০. ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ২০২৪ সালে
খ. ২০২৩ সালে
গ. ২০২৫ সালে
ঘ. ২০২৬ সালে
উত্তর : ক. ২০২৪ সালে।