ভারতে প্রথমবারের মতো মার্চ মাসে আয়োজিত হতে যাচ্ছে নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)।
এরইমধ্যে কোচিং স্টাফদের নিয়োগ দিয়েছেন অনেকেই। তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচিং স্টাফে জায়গা করে নিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।
ফ্রাঞ্চাইজিটির ‘মেন্টর’ হিসেবে ভূমিকা পালন করবেন সানিয়া। আজ (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কোচিং স্টাফের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সানিয়ার পাশাপাশি ব্যাঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার বেন সাওয়ার। যিনি বর্তমানে নিউজিল্যান্ড নারী দলের কোচ হিসেবে দায়িত্বরত আছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সহকারী কোচও ছিলেন তিনি।
ব্যাঙ্গালুরুর সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তামিলনাড়ুর সাবেক অফ-স্পিনার মালোলান রাঙ্গারাজান। এছাড়া ফিল্ডিংয় কোচ হিসেবে থাকছেন ভারতের সাবেক ব্যাটার ভিআর বানিথা। ফ্রাঞ্চাইজিটি পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আরএক্স মুরালিকে।
সানিয়া মির্জা তার দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা উজাড় করে দিতে তৈরি। ক্রিকেটের কলাকৌশলের বাইরের বিষয় ও সমস্য়া নিয়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, রেণুকা সিংদের সাহায্য করবেন সানিয়া। কিভাবে চাপ সামলাতে হয় তা বাতলে দেবেন তিনি। ৬টি গ্র্যান্ড স্লামজয়ী টেনিসকে বিদায় জানানোর পর মেন্টর হিসেবে রিচা, স্মৃতিদের কতটা কাজে লাগতে পারেন সেদিকেই চোখ থাকবে সবার।