নাগপুরে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের স্পিন ধাক্কা সামলে উঠতে না পারায় প্রথম ইনিংসে ১৭৭ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারতীয়দের ব্যাটিংয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে। ফলে অজিদের সংগৃহিত রানের দ্বিগুণ লিড নিয়েছে স্বাগতিকরা। রোহিত শর্মার শত রান আর লোয়ার অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ৪০০ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে। ফলে ভারতের লিড দাঁড়িয়েছে ২২৩ রানে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরেছে। শেষ পর্যন্ত অজি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫ উইকেটে ৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। এখনও ব্যাট করছে অস্ট্রেলিয়া।