যুক্তরাজ্যের সরকারি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত নির্ধারিত দেশের শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডেভেলপিং সল্যুশনস মাস্টার্স স্কলারশিপ নামের ওই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
যেসব অনুষদভুক্ত স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি : প্রকৌশল অনুষদ, মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ।
সুযোগ-সুবিধা : নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তির আওতায় টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে।
আবেদনের যোগ্যতা : বাংলাদেশসহ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত নির্ধারিত দেশের নাগরিক হতে হবে। বিদেশী ও নতুন শিক্ষার্থী হতে হবে। এই বৃত্তির আবেদন করতে আগে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করে ভর্তির সুযোগ পেতে হবে। যুক্তরাজ্যে ইতিমধ্যে পড়াশোনা করলে আবেদন করতে পারবেন না। এর আগে নিজ দেশের বাইরে পড়াশোনা করলে আবেদন করতে পারবেন না।
অনলাইনে আবেদন করা : এই বৃত্তির জন্য নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের https://www.nottingham.ac.uk/ pgstudy/funding/ developing-solutions-masters-scholarship-এ ওয়েবসাইটে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করে ভর্তির সুযোগ পেতে হবে। ভর্তির আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, শর্তাবলি ও ভাষাগত দক্ষতার বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংক থেকে জেনে নিতে হবে।
ভর্তির সুযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://www.nottingham.ac.uk/ pgstudy/ funding/developing-solutions-masters-scholarship এই লিংক থেকে বৃত্তির জন্য আবেদন করতে হবে। বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে সহায়তা পেতে scholarship-assistant@nottingham.ac.uk এই ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করতে হবে ।
আবেদনের শেষ তারিখ: ১৭ মে ২০২৩।