ভারতের গতিতারকা মোহাম্মদ সিরাজের ওয়ানডে অভিষেক ২০১৯ সালে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত হন সিরাজ। আর এই সময়ে ২০ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে ধারাবাহিক বোলার ছিলেন এই ২৮ বছর বয়সী এ পেসার।

গত ২৪ জানুয়ারি প্রকাশিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ। বর্তমানে ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজেলউডকে টপকে ওয়ানডে বোলারদের তালিকার ১ নম্বরে ভারতের সিরাজ। তালিকায় অস্ট্রেলিয়ার ৩ জন, বাংলাদেশের ২ জন, আফগানিস্তানের ২ জন এবং পাকিস্তান ও  নিউজিল্যান্ডের ১ জন করে বোলার রয়েছেন।

ওয়ানডে শীর্ষ ১০ ওয়ানডে বোলার

১. মোহাম্মদ সিরাজ (ভারত)- ৭২৯
২. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭২৭
৩. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭০৮
৪. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৬৬৫
৫. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৫৯

৬. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৫৫
৭. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬৫২
৮. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৪১
৯. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬৩৮
১০. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৩৭

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে