বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৫তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আশিক-উজ-জামান। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সহকারী জজ হিসেবে মনোনীত ১০৩ জনের তালিকা প্রকাশ করা হয়।
আশিক-উজ-জামান বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগে স্নাতকোত্তরে পড়ছেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার বালাভীর গ্রামের আহসান হাবিবের ছেলে। তাঁর বাবা সরকারি একটি গোয়েন্দা সংস্থায় কাজ করেন। মা মোছা. আলাতুন বেগম গৃহিণী। আশিকের বড় বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
আশিক ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। আশিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকে তৃতীয় হন।