এমবিবিএস-বিডিএস কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে একটি সভা আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় ২০২২-২৩ সেশনের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস-বিডিএস কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে একটি সভা আগামী ২৯ জানুয়ারি স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের মিনি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।