বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি মেয়াদ থাকবে। তিন ফরম্যাটের চুক্তিতে মোট ২১ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছে বিসিবি।
আজ শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি।
তিন ফরম্যাটের চুক্তিতে থাকা ক্রিকেটাররা হচ্ছেন- সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
এ ছাড়া প্রথমবারের মতো চুক্তিতে এসেছেন জাকির হাসান, হাসান মাহমুদ।
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিম আছেন ওয়ানডে ও টেস্টের চুক্তিতে। টেস্ট থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ গত বিশ্বকাপে জায়গা হারান টি-টোয়েন্টি দলেও। সাবেক এই অধিনায়ককে রাখা হয়েছে কেবল ওয়ানডের চুক্তিতে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন দুই সংস্করণের চুক্তিতে।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা (২০২৩)
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
টেস্ট এবং ওয়ানডে: তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।
টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান।
শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।
শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।