৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সরকারি কর্ম কমিশন (পিএসসি) তা পেছাতে পারে । চলমান কয়েকটি বিসিএসের কার্যক্রম পর্যালোচনা করে পিএসসি প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে সভা করে পিএসসি সদস্যদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে পিএসসি।
বর্তমানে পিএসসি ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের কার্যক্রম পরিচালনা করছে। এ সময়ে ওই বিসিএসের নানা কার্যক্রম চলছে। এমন অবস্থায় মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়াতে কিছুটা চ্যালেঞ্জ আছে। তাই এ পরীক্ষা পেছানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
তবে সদস্যদের নিয়ে সভাতে সবার মতামত নিয়ে প্রিলিমিনারি পরীক্ষার তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সে জন্য মার্চের প্রথম সপ্তাহে পিএসসি এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তখন জানা যাবে পরীক্ষা পেছাবে কি না। তবে পেছানোর সম্ভাবনাই বেশি বলে জানান ওই সদস্য।
উল্লেখ্য, ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার জন প্রার্থী।