অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় রানের টার্গেট দিল বাংলাদেশের মেয়েরা।
দলের হয়ে ফিফটি তুলে নেন আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তার। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমোর পার্ক বি ফিল্ডে আজ শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দুই ওপেনার মিষ্টি সাহা ও আফিয়া প্রত্যাশা মিলে দারুণ শুরু করেন। দুজনের জুটিতে আসে ৭৫ রান।
৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্রত্যাশা বিদায় নিলে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দারুণ এই ইনিংসটিতে ৫টি চার ও ৩টি ছক্কা হাকান প্রত্যাশা। তার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমের পথ ধরেন আরেক ওপেনার মিষ্টি (১৪)।
দুই ওপেনার ফিরলেও পথ হারায়নি বাংলাদেশ। বরং দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে রানের ফোয়ারা ছুটিয়েছেন। দিলারার ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ৩৬ রান। আর স্বর্ণা ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেটে ৩৩ রান করেছে শ্রীলঙ্কা।