সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বাংলাদেশের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কোন তারিখে?
ক. ১৮ মার্চ ২০২২ খ. ১৪ মার্চ ২০২২ গ. ২৫ মার্চ ২০২২ ঘ. ২১ মার্চ ২০২২
উত্তর: ঘ. ২১ মার্চ ২০২২।
২. বাংলাদেশে কোন তারিখে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়?
ক. ২২ ফেব্রুয়ারি ২০২২ খ. ২৮ ফেব্রুয়ারি ২০২২
গ. ২৫ ফেব্রুয়ারি ২০২২ ঘ. ২৭ ফেব্রুয়ারি ২০২২
উত্তর: খ. ২৮ ফেব্রুয়ারি ২০২২।
৩. প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের নূন্যতম বয়স কত হতে হবে?
ক. ৫০ বছর খ. ৪৫ বছর গ. ৫২ বছর ঘ. ৬২ বছর
উত্তর: ক. ৫০ বছর।
৪. বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে কোন প্রতিষ্ঠান?
ক. পালকি মোটরস খ. প্রগতি মোটরস গ. মিৎসুবিসি কর্পোরেশন ঘ. সুজুকি মোটরস
উত্তর: ক. পালকি মোটরস।
৫. দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয় কবে?
ক. ১৬ সেপ্টেম্বর ২০২২ খ. ১৪ সেপ্টেম্বর ২০২২ গ. ১৮ সেপ্টেম্বর ২০২২ ঘ. ১৯ সেপ্টেম্বর ২০২২
উত্তর: খ. ১৪ সেপ্টেম্বর ২০২২।
৬. বর্তমানে বাংলাদেশে নদীবন্দর কতটি?
ক. ৫০টি খ. ৩৫টি গ. ৩৭টি ঘ. ৪৫টি
উত্তর: গ. ৩৭টি।
৭. বাংলাদেশ কতটি পন্য বিদেশে রপ্তানি করে থাকে?
ক. ২৫৭টি খ. ২৬৯টি গ. ২৭০টি ঘ. ২৮০টি
উত্তর: খ. ২৬৯টি।
৮. বিমানের অভ্যন্তরীণ রুটেও ওয়েব চেক-ইন সেবা চালু হয় কবে?
ক. ৫ জুন ২০২২ খ. ৪ জুন ২০২২ গ. ১ জুন ২০২২ ঘ. ৮ জুন ২০২২
উত্তর: গ. ১ জুন ২০২২।
৯. দেশের শেয়ারবাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু হয় কবে?
ক. ১২ অক্টোবর ২০২২ খ. ১৫ অক্টোবর গ. ১৪ অক্টোবর ঘ. ১০ অক্টোবর ২০২২
উত্তর: ঘ. ১০ অক্টোবর ২০২২।
১০. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম?
ক. বরিশাল (প্রতি বর্গ কিলোমিটারে ৬৮৮ জন)
খ. বরাজশাহী (প্রতি বর্গ কিলোমিটারে ৭৮৪ জন)
গ. সিলেট (প্রতি বর্গ কিলোমিটারে ৪৮৮ জন)
ঘ. রংপুর (প্রতি বর্গ কিলোমিটারে ৫৮৮ জন)
উত্তর: ক. বরিশাল (প্রতি বর্গ কিলোমিটারে ৬৮৮ জন)।