মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গত ১০ জানুয়ারি বিএমডিসিতে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেল কলেজের পরীক্ষায় আগের ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল থাকছে। ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি।
ডা. মো. লিয়াকত হোসেন আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, একাধিক সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সাথে গত ১০ জানুয়ারি সভা করা হয়। সভায় মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের সিদ্ধান্ত নেয়া হয়। কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে সব মেডিকেল কলেজকে বিষয়টি জানিয়ে দেয়া হবে।