সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বর্তমানে বাংলাদেশে মোট পৌরসভা কতটি?
ক. ৩২৮টি খ. ৩৩১টি গ. ৩২৯টি ঘ. ৩৩০টি
উত্তর: ঘ. ৩৩০টি।
২. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
ক. ৩৪টি খ. ৩৭টি
গ. ৩৬টি ঘ. ৩৫টি
উত্তর: খ. ৩৭টি।
৩. দেশের প্রথম ৬ লেনের সেতুর নাম কী?
ক. কালনা সেতু খ. মধুমতি সেতু গ. শেখ রাসেল সেতু ঘ. শেখ জামাল সেতু
উত্তর: খ. মধুমতি সেতু।
৪. জাতীয় সংবিধান দিবস কবে?
ক. ১১ এপ্রিল খ. ১২ অক্টোবর গ. ৪ নভেম্বর ঘ. ১৫ ডিসেম্বর
উত্তর: গ. ৪ নভেম্বর।
৫. পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
ক. ২৫ জুন ২০২২ খ. ২৭ জুন ২০২২ গ. ২৬ জুন ২০২২ ঘ. ২৮ জুন ২০২২
উত্তর: ক. ২৫ জুন ২০২২।
৬. মেট্রোরেল উদ্বোধন করা হয় কোন তারিখে?
ক. ২৮ ডিসেম্বর ২০২২ খ. ২৬ ডিসেম্বর ২০২২ গ. ২৭ ডিসেম্বর ২০২২ ঘ. ৩০ ডিসেম্বর ২০২২
উত্তর: ক. ২৮ ডিসেম্বর ২০২২।
৭. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে?
ক. ২৩ মার্চ ২০২২ খ. ২২ মার্চ ২০২২ গ. ২৪ মার্চ ২০২২ ঘ. ২১ মার্চ ২০২২
উত্তর: ঘ. ২১ মার্চ ২০২২।
৮. রূপসা রেলসেতু কোথায় অবস্থিত?
ক. খুলনা খ. বাগেরহাট গ. নড়াইল ঘ. যশোর
উত্তর: ক. খুলনা।
৯. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. টাঙ্গাইল খ. যশোর গ. ঝিনাইদহ ঘ. কুষ্টিয়া
উত্তর: গ. ঝিনাইদহ।
১০. বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ৭টি
উত্তর: খ. ৬টি।