সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘ইংরেজি’ বিষয় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

ইংরেজি

Questions : Transform the tense of the following sentences as directed.

  1. Shaila writes a letter. (Present Continuous)

Answer : Shaila is writing a letter.

2. They do not play cricket. (Present Perfect)

Answer : They have not played cricket.

3. The boys are making noise. (Present Indefinite)

Answer : The boys make noise.

Questions : Identify the underlined nouns.

1. My family consists of five members.

Answer : Collective Noun

2.  Khulna is a big city.

Answer :   Proper Noun

3. I live in Uttara town.

Answer : Common Noun

4. Water is life.

Answer : Material Noun

5. Honesty is the best policy.

Answer : Abstract Noun

Questions : Write the structures of following tenses as directed with example.

  1. Present perfect continuous (Affirmative)

Answer :     Sub + have/has + been + verb + ing + object

2. Present Indefinite (Negative)

Answer :     Sub + do/does + not + verb 1 + object

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে