সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘বাংলা’ বিষয় থেকে ১৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : সঠিক উত্তরটি লিখ।
১। ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. পদক্রম
উত্তর : ক. রূপতত্ত্বে।
২। “কার্যে বিরতি” কোন অর্থে বাগধারাটি প্রযোজ্য?
ক. হাত করা খ. হাত গুটান গ. হাত থাকা ঘ. হাত আসা
উত্তর : খ. হাত গুটান।
৩। ‘পত্রপাঠ’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. সু-সজ্জিত খ. সুপাঠ গ. তৎক্ষণাৎ ঘ. পড়ুয়া
উত্তর : গ. তৎক্ষণাৎ।
৪। ‘অলীক’ শব্দটিরর সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. অলৌকিক খ. লৌকিক গ. বাস্তব ঘ. অবাস্তব
উত্তর : গ. বাস্তব।
৫। ‘মহৎ’ শব্দটির বিপরীত শব্দ কী?
ক. নীচ খ. নিচে গ. উচ্চু ঘ. নিচু
উত্তর : ক. নীচ।
প্রশ্ন : নিম্নোক্ত বাগধারাগুলো অর্থসহ বাক্য তৈরি করো।
ক। বাপের ঠাকুর
উত্তর : খুব পড়ুয়া ব্যক্তি (ডা. জাকির নায়েক একজন বাপের ঠাকুর)
খ। আষাঢ়ে গল্প
উত্তর : মিথ্যা কাহিনী (তোমার চাঁদে যাওয়ার কথাটা একেবারে আষাঢ়ে গল্প)
গ। অগস্ত্য যাত্রা
উত্তর : চিরদিনের জন্য প্রস্থান (নরহত্যা করে বহর গ্রাম থেকে অগস্ত্য যাত্রা করেছে)
ঘ। অকাল কুষ্মান্ড
উত্তর : অপদার্থ (অকাল কুষ্মন্ড ছেলেটার উপর এ কাজের দায়িত্ব দিও না)
ঙ। অ-আ-ক-খ
উত্তর : প্রাথমিক জ্ঞান (রাজনীতির অ-আ-ক-খ জানে না, তার রাজনীতি নিয়ে তর্ক করা উচিৎ নয়।
প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ :
ক। “রামগরুর ছানা” শব্দটির সঠিক বাগধারা কী?
উত্তর : গোমড়া মুখো ব্যক্তি।
খ। “ঐশ্বর্য” শব্দটির বিপরীত শব্দ কী হবে?
উত্তর : দারিদ্য।
গ। “দেখা হয় নাই দুই চক্ষু মেলিয়া,
একটি ধানের শীর্ষের উপর একটি শিশির”
উক্তিটি তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে মিল আছে?
উত্তর : নীলনদ আর পিরামিডের দেশ।
ঘ। লেখকের প্রাণ কী কী খাওয়ার জন্য কাঁদছিল?
উত্তর : আপত চাউলের ভাত, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটোল ভাজা, মাছের ঝোল ইত্যাদি
ঙ। বাংলা সাহিত্যে কাকে সব্যসাচী লেখক বলা হয়?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত।