রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের সমন্বিত সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২৮ ডিসেম্বর। সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন এ তথ্য জানিয়েছেন।
ড. সুজন সেন জানান, গত বছরের মতো এ বছরও সমন্বিত হল সমাপনী করতে যাচ্ছি। তিনি আরও বলেন, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় সব হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক এম হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪টায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।