শিক্ষার কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ সহশিক্ষা কার্যক্রম। আর শিক্ষাযাত্রা শেষে সাবেক শিক্ষার্থীরা নিজ কর্মক্ষেত্রের তাগিদে ছড়িয়ে পরেন বিভিন্ন জায়গায়। এমন পরিস্থিতিতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের যোগাযোগ রক্ষার মাধ্যমে শিক্ষা ও কর্মযাত্রা হয়ে উঠে আরও অর্থবহ। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যাপারেল ম্যানুফেকচার এন্ড টেকনোলজি ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেলো সোনারগাঁও ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাস মিলনায়তনে।
পূন:মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসইউ’র উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, ট্রেজারার প্রফেসর মো: আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা, এসইউ’র ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য দেন এসইউ’র এফডিটি বিভাগের বিভাগীয় প্রধান মো: আহসান হাবীব। অনুষ্ঠানটি উপস্থাপনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এসইউ’র এএমটি ও এফডিটি বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ শামছুল আলম।
বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিয়ে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ও কর্ম জীবনে সফলতার জন্য শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের ব্যক্তি জীবন থেকে কর্মজীবনে সাফল্য প্রাপ্তির জন্য দেন নিজেদের অভিজ্ঞতালব্ধ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক শিক্ষার্থীরাও জানান নিজেদের উচ্ছ্বাসী প্রতিক্রিয়া।
পরে সোনারগাঁও ইউনিভার্সিটির এএমটি ও এফডিটির প্রাক্তন শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসইউ’র শিক্ষার্থীদের মনোজ্ঞ আবৃতি, ফোক ও দেশাত্ত্ববোধক গান, নাটিকা ও লোক নৃত্য পরিবেশন করা হয়।