প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনার দেয়ালে পিঠ ঠেকে গেছে। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ মেক্সিকো।
সৌদির কাছে হারের পর মেক্সিকোর বিপক্ষে একাদশে পরিবর্তন আসতে পারে। সৌদির বিপক্ষে খেলা রক্ষণভাগের চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই এবার শুরুর একাদশে থাকবেন না।
মার্কোস আকুনা মেক্সিকোর বিপক্ষে শুরু থেকেই থাকবেন। ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় নামবেন লিসান্দ্রো মার্টিনেজ। তার সাথে থাকছেন নিকোলাস ওতামেন্দি। ডিফেন্সে গঞ্জালো মন্টিয়েল মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ খেলতে পারেন। গুইদো রদ্রিগেজ অথবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টারেরও সুযোগ মিলতে পারে একাদশে। আক্রমণভাগে লিওনেল মেসির সাথে থাকবেন লওতারো মার্টিনেজ আর অ্যাঞ্জেল ডি মারিয়া।
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।