ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুমে এভারটনের বিপক্ষে ম্যাচের পর এক সমর্থকের ফোন ভেঙে ফেলেন । এর শাস্তি হিসেবে রোনালদোকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫০ হাজার ডলার জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
গত ২২ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করেন রোনালদো। পরদিনই এই নিষেধাজ্ঞার খবর পেলেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কাজের ব্যাপারে তাকে সতর্কও করেছে এফএ।
নিজের ওপর আসা এই শাস্তি মেনে নিয়েছেন রোনালদো। বিবৃতিতে এফএ বলেছে, ‘এফএ এর নিয়মের
ই-৩ ভঙ্গ করায় রোনালদোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পর্তুগিজ তারকা প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে খেলার পর সমর্থকের ওপর নিজের ওই আচরণ ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন। ’
রোনালদোর এই নিষেধাজ্ঞা, তার যোগ দেওয়া যেকোনো নতুন দলেই প্রয়োগ করা হবে। এমনকি ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে গেলেও শাস্তি ভোগ করতে হবে তাকে। ঘটনার পরই নিজের অনুতপ্ত থাকার কথা জানালেও শেষ অবধি শাস্তি ভোগ করতে হচ্ছে রোনালদোকে।