সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লিখ।              

১. কাগমারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. রোজ গার্ডেনে খ. সিরাজগঞ্জ গ. সন্তোষে ঘ. সুনামগঞ্জে

উত্তর : গ. সন্তোষে।

২. আওয়ামী লীগের ৬ দফা কোন সালে পেশ করা হয়?

ক. ১৯৬৫ খ. ১৯৬৬ গ. ১৯৬৭ ঘ. ১৯৭১

উত্তর : খ. ১৯৬৬।

৩. কোনটি বস্তুগত সংস্কৃত?

ক. তৈজসপত্র খ. আচার অনুষ্ঠান গ. নৃত্যকলা ঘ. সাহিত্য

উত্তর :  ক. তৈজসপত্র।

৪. পঞ্চ ইন্দ্রিয়ের অঙ্গ নয় কোনটি?

ক. চোখ খ. কান গ. নাক ঘ. চুল

উত্তর : ঘ. চুল।

৫. আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী সংখ্যা কত জন?

ক. ৩০ খ. ৩৪ গ. ৩৫ ঘ. ৪০

উত্তর : গ. ৩৫।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ।  

ক। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কত সালে?

উত্তর : ১৯৬৯ সালে।

খ। ছয় দফা কর্মসূচি কে ঘোষণা করে?

উত্তর :  শেখ মুজিবুর রহমান।

গ। “শহিদ আসাদ দিবস” পালিত হয় কত সালে?

উত্তর :  ২০ জানুয়ারি।

ঘ। “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” কে লিখেছে?

উত্তর :  কবি চন্ডীদাস।

ঙ। বাংলাদেশের প্রধান খাদ্য কি?

উত্তর :   ভাত-মাছ ।

চ। দু’টি আঞ্চলিক গানের নাম লিখ।

উত্তর :  জারি, সারি ।

ছ। ওয়ানগালা কাদের উৎসব?

উত্তর :  গারোদের।

জ। ঘাম  তৈরি হয় কোথায়?

উত্তর :  অন্তঃত্বকে।

ঝ। রেটিনাতে কয় ধরনের কোষ রয়েছে?

উত্তর :  ২ ধরনের।

ঞ। কম্পিউটার ভাইরাস কি?

উত্তর :  ক্ষতিকর প্রোগ্রাম।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর সত্য/মিথ্যা নির্ণয় করে লিখ।            

ক। কম্পিউটার ভাইরাস উপকারী প্রোগ্রাম।

উত্তর :  মিথ্যা ।

খ। কর্ণিয়ার ভিতর দিয়ে আলো চোখে প্রবেশ করে।

উত্তর : সত্য।

গ। নকশি কাঁথা বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান।

উত্তর : সত্য।

ঘ। সংস্কৃতি ৬ ধরনের।

উত্তর : মিথ্যা।

ঙ। ‘ছয় দফা দাবি’ প্রথম লাহোরে পেশ করা হয়।

উত্তর : সত্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে