২০১৮ সালের বিশ্বকাপ জিতলেও আলো ছড়াতে পারেননি ফ্রান্সের ফরোয়ার্ড অলিভার জিরুদ। তবে এবারের বিশ্বকাপটা দারুণভাবে শুরু করলেন এই ফরাসি তারকা। আসরে নিজেদের প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল। সেই সঙ্গে জায়গা করে নিলেন ফরাসি ফুটবল ইতিহাসেও।
দেশের হয়ে ৫১তম গোল করে কিংবদন্তি থিয়েরি অঁরির পাশে নাম লিখিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড অলিভার জিরুদ। অঁরির সঙ্গে জিরুদও এখন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। ১২৩ ম্যাচে ৫১ গোল করেছিলেন অঁরি। জিরুদ ১১৫ ম্যাচেই করলেন ৫১ গোল। আগামী ম্যাচেই হয়তো জিরুদ গোলসংখ্যায় অঁরিকে ছাড়িয়ে যাবেন।
জিরুদের মাইলফলকের দিনে ফ্রান্স পেয়েছে সহজ জয়। গত ২২ নভেম্বর আল জানুব স্ট্যাডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।