কাতার আগেই জানিয়েছিল, ২০২২ সালের ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় তারা। যার প্রতিফলন হিসেবে গত ২০ নভেম্বর অনুষ্ঠিত কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচে প্রায় ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন আল বাইত স্টেডিয়ামের প্রতিটি আসনে দর্শকদের জন্য রাখা হয় ১টি করে গিফট ব্যাগ। অন্যান্য জিনিসের মধ্যে ব্যাগে ছিল কাতারের বিশেষ সুগন্ধি এক বোতল ওউড (আতর)। যা কাতারের ইতিহাসের কথা মনে করিয়ে দেবে পুরো বিশ্বকে।