আবুধাবি টি-টেন লিগ ২৩ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। গত ১৫ নভেম্বর থেকে এ টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।
আট দলের টি-টেন লিগের খেলা দেখতে ব্যক্তিগত, পরিবার ও করপোরেট হসপিটালিটি বক্সের টিকিট কেনা যাবে কিউ টিকিটস থেকে। টুর্নামেন্টের প্রথম দিনেই কাইরন পোলার্ডের দল নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে ডেকান গ্ল্যাডিয়েটর্স ও টিম আবুধাবি।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী লিগ পর্ব শেষে শীর্ষে থাকা দুই দল খেলবে কোয়ালিফায়ার-১-এ। এই ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল খেলবে তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে।