সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
সাধারণ জ্ঞান
প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর এক কথায় দাও।
১. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
উত্তর : ৬৭২ জন।
২. সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবের নাম কি?
উত্তর : বীরশ্রেষ্ঠ।
৩. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
উত্তর : চাঁপাই নবাবগঞ্জ।
৪. তারামন বিবি যুদ্ধ করেছেন কত নম্বর সেক্টরে?
উত্তর : ১১ নম্বর।
৫. নাগরিকত্ব লাভের প্রধান উপায় কয়টি?
উত্তর : ২ টি।
৬. দ্বি-নাগরিকত্ব বলতে কী বুঝ?
উত্তর : একই ব্যক্তি দুই দেশের নাগরিকত্ব লাভ করা।
৭. দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখ।
উত্তর : মাজিলা ফায়ারফক্স, অপেরা।
৮. সার্চ ইঞ্জিন কি?
উত্তর : অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে কোনো তথ্য খোঁজা হয়।
৯. সর্বজনীন দ্রাবক কি?
উত্তর : যা সব রকম পদার্থ কে দ্রবীভূত করতে পারে।
১০. তরল পদার্হকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তর : বাষ্পীভবন।
প্রশ্ন : নিচের কোন বাক্যটি সত্য বা মিথ্যা লিখ।
১. বীরপ্রতীক উপাধি লাভ করে ৬৭২ জন।
উত্তর : মিথ্যা।
২. জাহানারা বেগম ছিলেন বীরপ্রতীক খেতাব প্রাপ্ত?
উত্তর : মিথ্যা।
৩. কলয়েড এক ধরনের মিশ্রণ?
উত্তর : সত্য।
৪. গুগল একটি সার্চ ইঞ্জিন।
উত্তর : সত্য।
৫. অনুমোদন সূত্রে কেউ নাগরিক হতে পারে না।
উত্তর : মিথ্যা।
প্রশ্ন : নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
১. নাগরিকের — টি প্রধান বৈশিষ্ট্য।
২. সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী —।
৩. বাংলাদেশের তৈরী একমাত্র সার্চ ইঞ্জিন —।
৪. সিপাহি হামিদুর রহমান — নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন।
৫. — তারিখে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের খেতাব বাতিল করা হয়।
উত্তর : ১. নাগরিকের ৪টি প্রধান বৈশিষ্ট্য।
২. সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী জনগণ।
৩. বাংলাদেশের তৈরী একমাত্র সার্চ ইঞ্জিন পিপীলিকা।
৪. সিপাহি হামিদুর রহমান ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন।
৫. ৬ জুন, ২০২১ তারিখে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের খেতাব বাতিল করা হয়।