জাতীয় ক্রীড়া পরিষদে রাজস্ব খাতভুক্ত স্থায়ী/রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী ৯ ধরনের পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
পদের নাম: সহকারী পরিচালক।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: দুই বছরের অভিজ্ঞতাসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০/-
পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম: সহকারী স্থপতি।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)।
পদের সংখ্যা: ২টি।
যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-আর্কিটেকচারে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক পেশায় তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এইডেট ড্রাফটিং ও থ্রিডি নকশায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
পদের নাম: সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
পদের নাম: এস্টিমেটর।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
পদের নাম: ড্রাফটসম্যান/নকশাকার।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-
পদের নাম: সার্ভেয়ার।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: এইচএসসি পাসসহ সার্ভেয়ারশিপ সার্টিফিকেট পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: কার্য সহকারী।
পদের সংখ্যা: ৩টি।
স্থায়ী/অস্থায়ী: রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ
যোগ্যতা: এসএসসি পাস।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩৪০/-
বয়সসীমা : ৮ ডিসেম্বর ২০২২ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা হবে ১৮ থেকে হতে ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স সর্বোচ্চ বয়সসীমার আছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে : আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্যসহ সরকারি চাকরির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। খামের ওপর পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা ৩ কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নেই। তবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।
আবেদন ফি জমা দেয়া : আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যেকোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত নবম গ্রেডের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১৫ ও ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা এবং ১৮তম গ্রেডের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২২।