টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল আজ। মেলবোর্নে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। টুর্নামেন্টের ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১৬ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার বা ৮ কোটি ১৩ লাখ ৪২ হাজার টাকা।
বিশ্বকাপের এবারের আসরের মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে ওঠায় তারা পাবে ৪ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ ৩৭ হাজার টাকা। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দল সর্বনিম্ন ৪০ হাজার ডলার পাবে। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৭০ হাজার ডলার করে।