ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের মেধা তালিকা থেকে গুচ্ছের এ, বি ও সি ইউনিটের ১ হাজার ৯৯০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৫৫৩ জন শিক্ষার্থী। সে হিসাবে এখনো ১ হাজার ৪৩৭টি আসন খালি রয়েছে। গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলমান ভর্তি কার্যক্রম শেষে বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে ৩২৪ টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বি ইউনিটে ৮০৫টি এবং বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটে ৩০৮টি আসন খালি রয়েছে।
তবে, খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে পরিবর্তীতে আবারও মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।