টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ভারত ১৬৯ রানের চ্যালেঞ্জ দিয়েছিল ইংল্যান্ডকে। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে ম্যাচ জিতেছে জস বাটলারের ইংল্যান্ড। হেলস ও বাটলারের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন ছিল ১৭০ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় যে কোনো উইকেটেই এটিই সর্বোচ্চ রান।