৩ দিন আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গিয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তানই আগামী ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। প্রথম সেমিফাইনালে সিডনিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান। এর আগে বিশ্বকাপের প্রথম দুই আসর ২০০৭ ও ২০০৯ সালে ফাইনালে খেলেছিল তারা।
১৫২ রান তাড়ায় পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, তাদের ওপেনিং জুটিতেই ওঠে ১০৫ রান। এরপর নিউজিল্যান্ড বাবর, রিজওয়ানকে আউট করতে পারলেও তখন বেশ দেরি হয়ে গেছে কিউইদের।
টসে হেরে ফিল্ডিং করতে হয়েছিল পাকিস্তানকে, দুই অধিনায়কই যেখানে আগে ব্যাটিং করতে চেয়েছিলেন। তবে প্রথম ওভারেই ফিন অ্যালেনকে ফিরিয়ে যেন গতিপথটা ঠিক করে দিয়েছিলেন আফ্রিদি। পরে ড্যারিল মিচেলের ফিফটিতে ১৫০ পেরোলেও পাকিস্তানকে ১৫৩ রান করা থেকে বিরত রাখতে পারে নি নিউজিল্যান্ড।